Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

          ক)  বৈদেশিক চাকুরী প্রার্থীদের ডাটাবেজে নাম নিবন্ধন করা হয।  নিবন্ধনের জন্য নির্দ্ধারিত ফর্মে আবেদন করতে হয়। আবেদনের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, নাগরিকত্ব সনদ, সোনালী ব্যাংক, কর্পোরেট শাখা, হতে ১৫০ টাকার পে-অডার, পাসপোর্টের ফটোকপি (যদি থাকে) এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) জমা দিতে হয়।

 

          খ)  দেশীয় চাকুরী প্রার্থীদের নাম নিবন্ধন করা হয। নিবন্ধনের জন্য পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ সহ জীবনবৃত্তান্ত জমা দিতে হয়।

 

গ।  বৈদেশিক চাকুরী প্রার্থীগণ অবৈধ দালালের খপ্পরে পরে প্রতারিত হলে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়।

প্রতারিত ব্যক্তিকে জেলা প্রশাসক মহোদয় বরাবরে আবেদন করতে হয়। অভিযোগের সঠিকতার ভিত্তিতে অত্র দপ্তর কর্তৃক বাদী হয়ে শ্রম আদালতে মামলা দায়ের এবং মামলা পরিচালনা করা হয়।

 

গ)       অভিবাসী ব্যক্তি প্রবাসে কর্মরত অবস্থায় মৃত্যু হলে লাশ দেশে আনায়ন অথবা সেদেশে দাফন/সৎকারের ব্যবস্থা করা হয়। মৃত্যু ব্যক্তির ওয়ারিশদেরকে নির্দ্ধারিত ফর্মপূরণ পূর্বক মতামত জানাতে হয়।

 

ঘ)       প্রবাসে মৃত্যু ব্যক্তির মৃত্যুজনিত ক্ষতিপূরণ/ইনসিওরেন্স/বকেয়া পাওনা আদায়ের ব্যবস্থা করা হয। মৃতের ওয়ারিশকে প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দেওয়ার জন্য বলা হয়। প্রয়োজনীয় কাগজ-পত্র সংশিস্নষ্ট দূতাবাসের মাধ্যমে পরবর্তী কার্যক্রমের জন্য পাঠানো হয়।

 

ঙ)       ক্ষতিপূরণের অর্থ কম পাওয়া গেলে  মৃতের ওয়ারিশের আবেদনের প্রেক্ষিতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে ২,০০,০০০/-(দুই লক্ষ)/৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকার আর্থিক অনুদান দেয়া হয়।

 

চ)       বৈদেশিক চাকুরী প্রার্থীকে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেয়া হয়ে থাকে।

 

ছ)       মাধ্যমিক স্কুল/মাদ্রাসার ছাত্র/ছাত্রীদেরকে পেশা নির্দেশনা সংক্রান্ত পরামর্শ দেয়া হয়ে থাকে।